
জয়পুরহাটের শালপাড়া আইডিয়াল কলেজ প্রাঙ্গনে আজ ১৮ই আগস্ট রবিবার বিকেলে ভুটিয়াপাড়া বিওপি পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবির আয়োজনে জয়পুরহাট জেলার সীমান্তবর্তী সকল সম্প্রদায়ের সমন্বয়ে এক সম্প্রীতি সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, পত্নীতলা ব্যাটেলিয়ন-১৪ বিজিবি কমান্ডার লে: কর্নেল মোঃ হামিদ উদ্দিন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলার পুরোহিত নিরেন চন্দ্র সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি জয়পুরহাট জেলা শাখার সভাপতি জুয়েল হোসেন, পাঁচবিবি উপজেলা কমিটির সভাপতি আব্দুল মুকিত, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ,ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন, ধলাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সাবু মাস্টার, জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ প্রমূখ। শেষে সীমান্তবর্তী স্কুল কলেজের ছাত্র-ছাত্রী দরিদ্র অসহায়দের মাঝে খেলাধুলার সামগ্রী, ৭জনকে সেলাই মেশিন,৭জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার এবং ৩টি মন্দির এবং ৩টি মসজিদকে ২৫ হাজার টাকা হারে আর্থিক অনুদান প্রদান করেন।
এছাড়াও সীমান্তবর্তী অঞ্চলের ছাত্র-ছাত্রী ও যুবকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বিজিবি কর্তৃক প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন এবং ৩টি কম্পিউটার প্রদান করেন প্রধান অতিথি।