
নড়াইলে স্ত্রীর করা প্রতারণা ও জালিয়াতি মামলা তুলে নেবার হুমকি দিচ্ছেন স্বামী মোজাহিদুল ইসলাম শুভ ও তার পরিবারের লোকেরা। এর প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগি পরিবারের সদস্যরা। ভুক্তভোগি পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রবিবার (১৮আগষ্ট) দুপরের দিকে নড়াইল ডিসি অফিস চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানবন্ধনে স্ত্রী শোভা সুলতানা সহ তার পরিবারের সদস্য ও স্থানীয় ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এ সময় শোভা সুলতানা অভিযোগ করে বলেন, নানা জায়গা থেকে ধার-দেনা করে আমার স্বামী মোজাহিদ ইসলাম শুভকে বিদেশ পাঠাতে ১৫ লক্ষ টাকা প্রদান করে আমার পরিবার। এরপর বিদেশে যেয়ে আমাদের সাথে যোগাযোগ করেনা সে পরকীয়াতে লিপ্ত। মামলা তুলে নেবার হুমকী দিচ্ছেন শশুর মহিদুল, শাশুড়ি সেফালী বেগম, ননদ তাসমিম ঐশি সহ কয়েকজন, অন্যদিকে স্বামী মোজাহিদুল ইসলাম শুভ ও লন্ডন থেকে হুমকী দিচ্ছে বলে জানান শোভা সুলতানা।
শোভা সুলতানা আরও বলেন, এই বিষয়ে ১৭ আগষ্ট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি, আমি ও আমার পরিবার এখন হত্যার হুমকীর মধ্যে আছি।
নড়াইল সদর থানা-পুলিশের উপ-পরিদর্শক মো. সেলিম বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।