ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় শেখ হাসিনাসহ ১১৩ জনের নামে মামলার আবেদন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের নামে মামলার এজাহার দায়ের হয়েছে।

একই সঙ্গে অঞ্জাতনামা আরো ৫০০ থেকে ৭০০ জন দূর্বৃত্ত ও হামলাকারীরা এ ঘটনায় অংশ নেয় বলে উল্লেখ করা হয়।

রোববার (১৮আগস্ট) বেলা আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁও থানায় এই মামলাটি দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানা ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.বেল্লাল হোসেন।

মামলা বিষয়বস্তু উল্লেখ করে এজাহারে বলা হয়, আমি মো.বেল্লাল হোসেন। বিগত ২০ এপ্রিল,২০১৫ ইং তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি’র মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল এর পক্ষে বাস মার্কায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে আনুমানিক সময় দুপুর ১২ টা ৩০ হইতে ১টার মধ্যে কাওরানবাজার বাপেক্স ভবন,পল্লী ভবন,পরিবার পরিকল্পনা অফিস এবং কাব্যকস সুপার মার্কেটের সামনে রাস্তার উপর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বে-আইনী জনতাবদ্ধে অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া নারকীয় কায়দায় হামলা চালায়।

উক্ত হামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরের সকল গাড়ী ভাংচুর এবং সি.এস.এফ নিরাপত্তারক্ষী সহ বিএনপি’র অনেক নেতাকর্মী মারাত্মকভাবে গুরুত্বর আহত হয়। উক্ত বিষয়ে তেজগাঁও থানায় সহযোগিতা চাইলেও তারা নিরব ভূমিকা পালন করেন। নিম্নলিখিত ব্যক্তিবর্গ পারস্পারিক যোগসাজশের মাধ্যমে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে উক্ত হামলাটি সংঘটিত করেন। রাজনৈতিক প্রভাবে ঘটনার সময় মামলা করিতে না পারায় বর্তমান পেক্ষাপটে বিলম্বে ন্যায় বিচারের স্বার্থে এজাহার দায়ের করিলাম।

হুকুম দাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ মোট ৫ জনের নাম উল্লেখ করা হয়।

অর্থ যোগানদাতা হিসেবে, ৭ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও হামলাকারী হিসেবে, ১০১ জনের নাম উল্লেখ করা হয় মামলার এজাহারে।

একই সঙ্গে অঞ্জাতনামা আরো ৫০০ থেকে ৭০০ জন দূর্বৃত্ত ও হামলাকারীরা এ ঘটনায় অংশ নেয় বলে জানানো হয়।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ