প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৭:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৩, ১০:০১ অপরাহ্ণ
পিটার হাসকে নিয়ে চট্টগ্রামের আ’লীগ নেতার সহিংস বক্তব্য ‘অসহযোগিতামূলক আচরণ :মার্কিন পররাষ্ট্র দপ্তর

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী গত সোমবার এক সমাবেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন। তিনি তার বক্তব্য নিজের ফেসবুক লাইভেও প্রচার করেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল এসব মন্তব্য করেন।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতার সহিংস বক্তব্যকে ‘অসহযোগিতামূলক আচরণ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।
তিনি বলেন, ‘আমরা আশা করি যেকোনো স্বাগতিক দেশের সরকার মার্কিন কূটনীতিক ও স্থাপনার নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’
এ প্রসঙ্গে ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
বাংলাদেশে ক্ষমতাসীন দলের ‘একতরফা’ নির্বাচনের চেষ্টা, বিরোধীদের গ্রেপ্তার এবং নির্বাচনের আগে সহিংসতা বেড়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘তিনি বিষয়টি নিয়ে আলাদা করে কিছু বলবেন না। তবে তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রার্থী বা দলকে সমর্থন করেন না। তাদের আশা-আকাঙ্ক্ষা হলো, বাংলাদেশের আগামী নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.