ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের চার দফা আদায়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের ২০২৪ সালেরএইচএসসি ও সমমানের পরীক্ষার্থী মোঃ রাশেদুল মৃধা সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ সিজান,সকাল আবরার,এশরাত জাহান ঐশী,মেহেদী হাসান রুমী,জায়েদ আহমেদ,মোহাম্মদ নাঈম প্রমুখ।মানববন্ধন শিক্ষার্থীরা ০৪ দফা দাবি উপস্থাপন করে বলেন,ক,আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রণিত রুটিন,যা ১৫ ই আগস্ট, ২০২৪ প্রকাশিত হয়,তা তারা প্রত্যাখ্যান করা,খ. বিগত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট দেয়া ও আসন্ন সকল পরীক্ষা বাতিল করা।গ. ঢাকা এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সহ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সকল সদস্যদের পদত্যাগ।ঘ. তাদের সকল দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের সময় দিতে হবে বলে মানববন্ধনে দাবি করেন। এরপর একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।