ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

ট্রিপল মার্ডারের আসামীদের ফাঁসির দাবীতে বোদায় মানববন্ধন

মোঃ কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা বাজারের কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রীসহ দুই সন্তান হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ আগস্ট) বিকেল তিনটায় বোদা উপজেলা ব্যবসায়ী, কর্মচারী ও বোদা সর্বস্থরের জনগণ এর ব্যানারে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের দুই পার্শ্বে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় হত্যার বিচারের দাবী জানিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে প্লাকার্ড প্রদর্শন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বোদা বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে নিহত সহধর্মীনিসহ দুই সন্তানের পিতা-কাপড় ব্যবসায়ী সেলিম শেখ, বোদা বাজার বণিক সমিতির সদস্য খসরু মজুমদার,কাপড় ব্যবসায়ী শেখ আবুল হোসেন শিলনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।এসময় সেলিম শেখ বলেন, আমার স্ত্রীসহ দুই সন্তানকে হত্যা করে আমার বুক খালি করা হয়েছে। আমি হত্যাকারীদের দৃস্টান্তমূলক শাস্তি চাই।
এসময় বক্তরা আরো বলেন, এটি এমন অমানবিক হত্যাকান্ড। আমরা পুলিশকে ধন্যবাদ জানায়, তারা দ্রুত এ হত্যামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে। বাকী পলাতকদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবী জানান তারা।উল্লেখ্য, গত বুধবার (১৪ আগস্ট) রাত নয় টায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া (দলুয়াদিঘী) গ্রামে বসবাসরত বোদা বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত শেখ (১২) ও সায়হাম শেখ (৯)সহ ৩ জনকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।রাতে সেলিম শেখ পার্শ্ববর্তী বোদা বাজারে তার কাপড় দোকান বন্ধ করে বাড়িতে আসেন। এ সময় বাড়ির ড্রয়িং রুমের দরজা খোলা দেখে কাছে গিয়ে ফ্লোরে স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করতে থাকেন। দ্রুত প্রতিবেশীরা ছুটে গিয়ে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ, সেনাবাহিনী ও আটোয়ারী ইউএনও মো. শাফিউল মাজলুবিন রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুনঃ