
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড ও উপজেলা সদরের প্রধান সড়কে বেশ কয়েকদিন সফলভাবে ট্রাফিকের দায়িত্ব পালনের পর এ বার শিক্ষার্থীদের দেখা যাচ্ছে পরিস্কার-পরিচ্ছান্ন ও দেয়ালে দেয়ালে গ্রাফিতি অংকনের কাজে।
শুক্রবার (১৬) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ও ব্যস্ততম সড়কের মোড়ে মোড়ে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করতে দেখা গেছে। এছাড়া একই দিন দুপুরের দিকে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরাইল সরকারি কলেজের প্রধান ফটকের দেয়ালে এক দল শিক্ষার্থীকে শহীদ মুগ্ধের পানি লাগবে পানি ডায়লগসহ বৈষম্য বিরোধী নানা স্লোগান ও চিত্র সম্বলিত গ্রাফিতি অংকনের কাজে ব্যস্থ থাকতে দেখা যায়।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই সরাইল উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়, সরাইল-নাসিরনগর সড়কের হাসপাতাল মোড় ও উপজেলা সদরের অন্নদা মোড়ে যানঝট নিরসনে জনগণের প্রশংসা কুঁড়িয়েছেন শিক্ষার্থীরা। পরবর্তীতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মতৎপরতা শুরু হওয়ার পর শিক্ষার্থীরা নতুন উদ্যোমে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করাসহ দেয়লে দেয়ালে বিভিন্ন গ্রাফিতি এঁকেও মানুষের প্রশংসা অর্জন করছেন।