
নাইক্ষ্যংছড়ি’র ঘুমধুম সীমান্ত থেকে ২ কেজি আইস (ক্রিস্টাল মেথ) ও ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (১৬ আগষ্ট) রাত ১টার দিকে
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির রেজু পাড়া বিওপির জোয়ানরা ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি’র নির্দেশ অভিযান চালিয়ে সীমান্ত হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ফুটেরঝিরি নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়।
পরবর্তীতে, কতিপয় মাদক চোরাকারবারীরা সীমান্ত হতে পায়ে হেঁটে বাংলাদেশের অভ্যন্তরে আসার প্রাক্কালে বিজিবি টহলদল কর্তৃক তাদের চ্যালেঞ্জ করা হলে মাদক চোরাকারবারীরা সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জঙ্গলের মধ্যে দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। এ সময়
ঘটাস্থল থেকে বিজিবি অভিযানিক দল চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা এবং ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি সুত্রে জানাযায়, চোরাচালান প্রতিরোধে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযান কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে বলে সুত্র নিশ্চিত করেছেন।