
নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যানের কবল থেকে মসজিদের জমি উদ্ধারে মানববন্ধন করেছে তার ইউনিয়নের জনসাধারণ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে করা মানববন্ধন থেকে জানা যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪ নং দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমরান নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন ক্ষমতার প্রভাব খাটিয়ে, ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গুরুন্নাকাটা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ১০ শতক খাস ও ৩০ শতক খতিয়ান ভূতসহ মোট ৪০ শত জমি ক্রয় করে। পরবর্তীতে তার ক্রয় কৃত জমি না নিয়ে মসজিদের ব্যবহার কৃত জমি দখল করে ঘর নির্মাণ করে ফেলে। মসজিদ পরিচালনা কমিটি প্রতিবাদ করলে মিথ্যা মামলা এবং হামলার হুমকি প্রদান করে যার কারণে মসজিদ পরিচালনা কমিটি মামলা হামলার ভয়ে এত দিন অভিযোগ করতে পারিনি। মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি কাদের হোসেন জানান, এ (ইমরান চেয়ারম্যান) আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মসজিদ পরিচালনা কমিটির কাছ থেকে জোর করে মসজিদের চাষি চল্লিশ শতক জমি দখল করে ঘর নির্মাণ করে ফেলে। যার ফলে আজ আজ বিকাল সাড়ে ৫ টায় জামে মসজিদের জমি উদ্ধারের দাবিতে গুরুন্নাকাটার সর্ব জনসাধারণ দীর্ঘ ২০ কিলোমিটার দূর থেকে উপজেলা পরিষদের সামনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন এবং উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। মসজিদ পরিচালনা কমিটি জমি উদ্ধারে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।