
ট্রিপল খুনের ঘটনার ১২ ঘণ্টায় মুল আসামী আটক
বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা পৌরসভা সংলগ্ন আটোয়ারী থানাধীন ৫নং বলরামপুর ইউনিয়নের কুড়ুলিয়া (দলুয়া) গ্রামস্থ্য ক্লুলেস ট্রিপল মার্ডার সংঘটনের ১২ ঘন্টার মধ্যে আটোয়ারী থানা পুলিশ কর্তৃক হত্যা কান্ডের রহস্য উদঘাটন ও হত্যা কান্ডে জড়িত মূল আসামী গ্রেফতার এবং হত্যাকান্ডের কাজে ব্যবহৃত ছোড়া উদ্ধার করে থানা পুলিশ।
জেলা পুলিশ সুপার সিরাজুল হুদা বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে প্রেস বিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য তুলে ধরেন। মো. সাদ সেলিম (৪২), পিতা- মো. আব্দুল খালেক, সাং-কুড়ুলিয়া (দলুয়া), থানা-আটোয়ারী, জেলা- পঞ্চগড় একজন কাপড় ব্যবসায়ী, বোদা বাজারে তার সায়হাম ক্লথ ষ্টোর নামে একটি কাপড়ের দোকান আছে। তিনি গত বুধবার (১৪ আগস্ট) তারিখ প্রতি দিনের ন্যায় দোকান বন্ধ করে রাত অনুমান ১১.১৫ ঘটিকার সময় বাড়ীতে এসে বাড়ীর বাহির আঙ্গিনায় মেইন গেট খোলা দেখে দ্রুত বাসায় ঢুকে দেখেন উত্তর ভিটার দক্ষিণ দূয়ারী বসতবাড়ীর ডাইনিং স্পেসের মেঝেতে তার স্ত্রী তাসলিমা বেগম (৩২), বড় ছেলে সৈকত শেখ (১৪) ও ছোট ছেলে সায়হাম শেখ (৮) রক্তাক্ত ও ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। এই অবস্থা দেখে তিনি চিল্লা হল্লা করলে তা শুনে তার প্রতিবেশি লোক জন ছুটে এসে ঘটনা দেখে এবং ৯৯৯-এ সংবাদ দিলে আটোয়ারী থানা পুলিশ সিআইডির ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম সহ রাত অনুমান ৩ ঘটিকায় ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরত হাল রিপোর্ট প্রস্তুত সহ অন্যান্য আইনগত কর্মকান্ড পরিচালনা করে। পাশাপাশি ক্লুলেস হত্যা কান্ডটির রহস্য উদঘাটনে এবং ঘটনার সহিত জড়িত প্রকৃত অপরাধীদের সনাক্তের জন্য আটোয়ারী থানা পুলিশের একটি চৌকশ টিম অনুসন্ধানের এক পর্যায়ে জানতে পারেন, মোঃ সাদ সেলিম এর প্রতিবেশি আসামী মো. নবিন ইসলাম জাহিদ (২২), পিতা- মো. ফজলার রহমান, সাং-পশ্চিম সাতখামার, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড় তার বাম হাতের তালু কাটা অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও আটোয়ারী থানা পুলিশ কুড়ুলিয়া (দলুয়া) গ্রামস্থ্য জনৈক দেলোয়ার হোসেনের বাড়ীতে আত্নগোপনে থাকা আসামী মো. নবিন ইসলাম জাহিদকে আটক করে। আসামী মো. নবিন ইসলাম জাহিদকে জিজ্ঞাসাবাদ কালে সে উপস্থিত লোকজনের সামনে সে তার সহযোগী পলাতক আসামী ১। মো সাজ্জাদুর রহমান বাধন(২৭), পিতা- মো. শফিউর রহমান, সাং-ইসলামবাগ (মোসলেমপুর), ২। মো. রিমন ইসলাম(৩০), পিতা-মো. নওশাদ আলী, সাং-নগরকুমারী, ৩। মো. রিফাত (৩২), পিতা- মো. সলিম উদ্দীন, সাং-ইসলামবাগ (কলেজপাড়া), সকলের থানা-বোদা, জেলা-পঞ্চগড়গণসহ পূর্বশত্রুতার জের ধরে একই উদ্দেশ্যে গত ১৪ তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকায় বাদীর বাড়ীতে অনুপ্রবেশ করে তার স্ত্রী ও দুই সন্তানকে ধারালো ছোড়া ও বটি দ্বারা এলো পাথারী কুপিয়ে হত্যা করে এবং হত্যাকান্ডের পরে হত্যাকান্ডের কাজে ব্যবহৃত ছোড়া ও বটি বাদীর বাড়ীর পিছনের বাঁশ ঝাড়ে ফেলে দিয়েছে মর্মে স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশ বাদীর বাড়ীর পিছনে জনৈক আজিজুল ইসলাম এর বাঁশ ঝাড় হতে আসামীর নিজ হাতে বাহির করে দেয়া হত্যাকান্ডের কাজে ব্যবহৃত রক্তমাখা ছোরা উদ্ধার পূর্বক জব্দ করে। এই বিষয়ে আটোয়ারী থানার মামলা নং-০৩, তারিখ-১৫/০৮/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।