
এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে যশোরের মনিরামপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে পৃথক দুটি স্থানে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে বিএনপির একটি অংশ অবস্থান কর্মসূচি পালন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক এ্যাড. শহীদ ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক ভুট্টো, থানা বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমান,দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হারুন-অর-রশিদ, আসাদুজ্জামান আসাদ, সাবেক থানা বিএনপির সদস্য জয়নুল আবেদীন, ফিরোজ হোসেন প্রমুখ। অপর দিকে পৌর শহরের দক্ষিণমাথা বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. আলতাফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মাদ মুছা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মুজিবুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, শামসুজ্জামান শান্ত, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, থানা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক, থানা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম। অবস্থান কর্মসূচি শেষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে মনিরামপুর থানা ও পৌর যুবদলের আয়োজনে সমাবেশ শেষে উভয় পক্ষ পৌর শহরে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে।