নাজিরপুর ( পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা জামায়েত ইসলাম।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলা জামায়েত ইসলামের কার্যালয় সম্মুখ সড়কে নেতাকর্মীরা জড় হয়ে এই অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শেখ আবু হানিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা জামাতের থানা আমীর মাষ্টার আব্দুর রাজ্জাক, সেক্রেটারী কাজী মোঃ মোসলেউদ্দীন, এ্যাড. আবু সাঈদ মোল্লা, মাষ্টার আবু দাউদ সহ উপজেলার প্রত্যেক ইউনিয়নের সভাপতি সেক্রেটারী ও ছাত্র শিবিরের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
বক্তারা পৃথক পৃথক বক্তব্যে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবী জানান এবং তারা আরো বলেন, উপজেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ও সহিংসতার কোন ঘটনা না ঘটে তার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।