ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

খুনী হাসিনা ও তার দোসরদের ফাঁসি নিশ্চিত করতে হবে :- চট্টগ্রামে এনামুল হক এনাম

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম ব‌লে‌ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা অর্জিত হয়েছে ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে। এই সফল গণঅভ্যুত্থান নস্যাৎ করতে ভারতে পলাতক খুনী হাসিনা নানামুখী ষড়যন্ত্র করছে। কাজেই ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

তি‌নি আজ (১৫ আগষ্ট)২০২৪ইং বৃস্প‌তিবার বিকাল ০৪টায় মইজ্জ্যের টেক শহীদ ওয়াসিম চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে কর্ণফুলী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহ‌যোগী সংগঠন আ‌য়ো‌জিত অবস্থান কর্মসূ‌চি ও বি‌ক্ষোভ মি‌ছি‌লে কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়ার সভাপতিত্বে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা বলেন।

তি‌নি নেতাকর্মীদের উদ্দেশ্যে ব‌লেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে। বিএনপিতে কোনো সুযোগসন্ধানীর জায়গা হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন তা মানতে হবে।

তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান রেখে বলেন, ছাত্রজনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের আইনের মুখোমুখি এনে ফাঁসি নিশ্চিত করতে হবে।

কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মো. ওসমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন ফয়সাল, আব্দুল গফুর মেম্বার, আব্দুল কাদের, আবু তৈয়ব কন্টা. দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস হায়দার নয়ন, এটি এম হানিফ, শেখ আহমদ মেম্বার,কাজী মাঈনুদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবু তাহের, মনিরউদ্দিন মুন্সী, সেলিম খান, এস এম ফারুক হোসেন, মো. সালাউদ্দিন,বিএনপি নেতা এজাবত উল্লাহ , আলী আব্বাস, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মো. ছালেহ জহুর, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পেয়ারু, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, জসিম উদ্দিন জুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, সি. যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম শামীম, জেলা যুবদল নেতা মোহাম্মদ শওকত, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাঈনুদ্দিন মনির,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ফারুক,সদস্য সচিব দিদারুল আলম, তৈয়বুল আলম অংকুর, শফিউল করিম, হারুনুর রশিদ, সাখাওয়াত হোসেন প্রমুখ।

শেয়ার করুনঃ