
পটুয়াখালী সদর, দুমকি, র্মিজাগঞ্জ-১১১ পটুয়াখালী -১ সাবেক র্ধম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শাহ জাহান মিয়ার মৃত্যুতে শূন্য আসনে আজ বিনা প্রতিদ্বন্দিতায় সংসদ সদস্য র্নিবাচিত ঘোষনা করা হয়েছে।
পটুয়াখালী -১ সংসদীয় শূন্য আসনে আজ ৯ নভেম্বর রির্টানিং অফিসার, জেলা প্রশাসক, একাদশ জাতীয় সংসদ-২৩ উপ র্নিবাচনে বৃহস্পতিবার এক পত্রের মাধ্যমে র্নিবাচিত ঘোষনা করা হয়েছে।বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা র্মাকার র্প্রাথী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দিতায় র্নিবাচিত ঘোষনা করে পত্র জারি করা হয়। এর কপি সচিব র্নিবাচন কমিশন সচিবালয়, বিভাগীয় কমিশনার বরিশাল, আঞ্চলিক র্নিবাচন র্কমর্কতা বরিশাল সহ ৭ জনকে পত্রের কপি পাঠিয়েছেন।জানিয়েছেন বলে পটুয়াখালী রির্টানিং অফিসারের র্কাযালয় পত্রের সূত্রে জানা গেছে।