
সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে স্বচ্ছ সাংবাদিকতার দৃঢ় প্রত্যয় নিয়ে গঠিত জামালপুরের
মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলোকিত প্রতিদিনের রাশেদুল ইসলাম রাশেদ।
এতে সাধারণ সম্পাদক পদে পুনরায় ভোরের কাগজের প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ নির্বাচিত হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) এ উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ নির্বাচনের মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি বানিজ্য প্রতিদিনের মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক কালবেলার প্রতিনিধি নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সাজ্জাদ হোসেন শাহিন, কার্যনির্বাহী সদস্য খোলা কাগজের আছাদুজ্জামান আছাদ, বাংলাদেশ সমাচারের রবিউল ইসলাম ও আমার প্রানের বাংলাদেশের মমিনুল ইসলাম, এছাড়া সদস্য পদে আমাদের সময়ের ইমরান মাহমুদ, দেশ তথ্যের রুমান আহমেদ, রকিব হাসান নয়ন ও আলোকিত সকালের রাসেল রানা।