
১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে, আজ ১৪ ই আগষ্ট মাদারীপুর জেলা আওয়ামীলীগের নেতৃত্বে বিশাল শোক র্যালি অনুষ্ঠিত হয়।
আজ ১৪ ই আগষ্ট বুধবার বিকাল ৫ টায় মাদারীপুর ইটের পুল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের বাসভবনের সামনে প্রদক্ষিণ করে মাদারীপুর বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়, শোক র্যালিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে দেশে ফিরিয়ে আনার স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।
এসময় র্যালিতে স্লোগানে আরো বলা হয় এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার।শোক র্যালিতে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান লতিফ, প্রচার সম্পাদক বাবু শরিফ, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক জালাল উদ্দীন ইয়ামিন, আইন বিষয়ক সম্পাদক বাবুল আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমান খান, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হাওলাদার, সাধারণ সম্পাদক পারভেজ চৌধুরী, মাদারীপুর চেম্বার অব কমার্সের সভাপতি হাফিজুর রহমান জাচ্চু খান সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।