ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বেক্সিমকোর ওষুধবাহী গাড়ি থেকে ইয়াবা উদ্ধার

ডেস্ক রিপোর্ট: ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মার গাড়িতে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। এ সময় একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা। বেক্সিমকো নামের প্রতিষ্ঠানটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সদ্য গ্রেফতার সালমান এফ রহমানের মালিকানাধীন।

বুধবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ভাবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীরা গাড়িটি আটক করেন। পরে তল্লাশি চালিয়ে পিকআপ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে উদ্ধার করা ইয়াবাসহ চালককে আটক করে পুলিশে দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে জরুরি ওষুধ পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানকে দূর থেকে প্রথমে থামানোর জন্য সিগন্যাল দেন শিক্ষার্থীরা।

পরে সিগন্যাল অমান্য করে চালক গতি বাড়িয়ে দিলে প্রায় ১০০ গজ দূরে থাকা অন্য শিক্ষার্থীরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে গাড়িটি থামাতে সক্ষম হন। এরপর গাড়িটির পেছনের ঢালা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতরে স্কচটেপে পেঁচানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ইয়াবা।

পরে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা উদ্ধার করা ইয়াবা গণনা করেন। আটক গাড়িসহ চালক সোহাগ (৩৫) ও উদ্ধার করা মালামাল গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক চালক সোহাগ নওগাঁ জেলার সদর উপজেলার তেলাওয়াত পুর ইউনিয়নের হক মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছে অজ্ঞাত একজন।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি রাজিব খান জানান, শিক্ষার্থীরা প্রতিদিনের মতো মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে তল্লাশি চালানোর সময় বেক্সিমকো ফার্মার একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তবে শিক্ষার্থীদের তল্লাশি চলাকালে পালিয়ে গেছে অজ্ঞাত এক ব্যক্তি। ফলে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে পুলিশ।

তিনি আরও জানান, এ ছাড়া জব্দ করা ইয়াবা ও পিকআপটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে চালককে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুনঃ