
ডেস্ক রিপোর্ট : শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের ১৮ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পাশাপাশি উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও প্রক্টররাও পদ থেকে সরে দাঁড়িয়েছেন। শীর্ষ পদগুলোতে সহসা নিয়োগ না দিলে স্থবির হতে পারে বিশ্ববিদ্যালগুলোর প্রশাসনিক কার্যক্রম।
মঙ্গলবার পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর এ বিষয়ে কোনো নির্দেশনা পায়নি বলে জানা গেছে। অন্যদিকে, যোগ্য ও নিরপেক্ষ শিক্ষকদের এসব পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকলে প্রশাসনিক জটিলতা তৈরি তো হবেই।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের জেরে গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রাতেই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন পদত্যাগ করেন। এরপর একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বিভিন্ন সময়ে পদত্যাগ করেন।