ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

নারায়ণগঞ্জে ১৫ আগস্ট পালন করতে দেয়া হবে না, হুঁশিয়ারি বিএনপির

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের কোথাও ১৫ আগস্ট পালন করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন মহানগর বিএনপির নেতারা।

কোটা আন্দোলনে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বুধবার (১৪ আগস্ট) বিকেলে নগরির মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে নেতারা এ ঘোষণা দেন।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘১৫ আগস্ট জেলার প্রতিটি থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়ে কঠোর নজরদারি ও মিছিল করবেন। যাতে কোথাও কেউ ১৫ আগস্ট পালন করতে না পারে।

কোটা আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারসহ তাদের সন্ত্রাসী বাহিনী নারায়ণগঞ্জে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের গুলি করে নির্বিচারে হত্যা করেছেন, এমন অভিযোগ তুলে অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচার দাবি করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, ‘কোটা আন্দোলন ঠেকাতে নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমান, তার ভাই সেলেম ওসমান, শামীম।ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানের নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী যেভাবে গুলি করে ছাত্রদল ও যুবদনের নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে নারায়ণগঞ্জবাসী স্বচক্ষে সেই ঘটনা দেখেছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলার প্রস্তুতি চলছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে এসব খুনের নেতৃত্বকারীদের গ্রেফতার করে বিচার করতে হবে।’

একই সঙ্গে সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যাসহ সব রাজনৈতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে নগরির প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নানা ধরনের স্লোগান দেন তারা।

 

শেয়ার করুনঃ