
বিডিআর বিদ্রোহ, হেফাজতের আলেম, সাংবাদিক সাগর-রুনি ও ইলিয়াস আলীসহ বিগত ১৭ বছর ধরে বিএনপি ও সমমনা দলের হাজার হাজার নেতাকর্মী গুম-খুনসহ সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি তুষভান্ডার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ ১৪ ই আগস্ট ( বুধবার) বিকেল ৫ ঘটিকায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসুচীকে ঘিরে উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল তুষভান্ডার বাজারের প্রধান সড়ক প্রদক্ষি শেষে পুনরায় বিএনপি কার্যালয় এসে মিলিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল বাসার মুক্তা, বিএনপির অন্যতম সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা, সদস্য ও দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, সদস্য হুমায়ুন কবীর বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর, সদস্য সচিব কুদরত-ই মেহেরবান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভীর সাবু সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সব আন্দোলন সংগ্রামে বিএনপি দেশের মানুষের সঙ্গে থাকবে উল্লেখ করে বক্তারা বলেন, বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে আমরা সব কর্মসূচি পালন করছি। তিনি সব নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন যদি কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে থেকে তাদের ওপর যেন কেউ অত্যাচার নির্যাতন চালাতে না পারে তার দিকে সজাগ দৃষ্টি রাখতেও নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।