
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীতে আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৪ আগষ্ট বুধবার বেলা সাড়ে১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, উক্ত সভায় সভাপতিত্ব করেন মো. নূর কুতুবুল আলম,জেলাপ্রশাসক,পটুয়াখালী।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেনাবাহিনীর কমান্ডিং অফিসার কর্নেল মোহসীন হাসান, পটুয়াখালী জেলা পুলিশ সুপার আবদুস ছালাম, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আঃ রশিদ চুনুু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, এবং জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. শাহ আলম প্রমুখ। এসময় বিএনপি ও জামায়াতের অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্টেকহোল্ডারগন উপস্থিত ছিলেন। এসময় জেলাবাসীর সার্বিক নিরাপত্তা ও বিভিন্ন অনিয়মের বিষয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেয়া হয়।