
বুধবার ( ৮ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার খাশের হাট এলাকা থেকে ভ্রাম্যমান আদালত তাকে আটক করে। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত হলেন, চরবংশী গ্রামের মৃত ফজলুল করিম খাঁর ছেলে মোহাম্মদ আলী খাঁ (৫৫)।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্জন দাশ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, উপজেলার ২ নং উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চরঘাসিয়া এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার অপরাধে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর ৭ক ধারা লংঘনে উক্ত আইনের ১৫(১) ধারায় অভিযুক্ত মোহাম্মদ আলী খাঁ নামক ব্যক্তিকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এবং একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। জব্দকৃত ড্রেজার মেশিন ২ নং চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান এর জিম্মায় রাখা হয়েছে।