
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১০ নং মরিচবুনিয়া ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ১৪ আগষ্ট বুধবার বিকালে মরিচবুনিয়া ইউনিয়নের খাসের হাট বাজারে বিএনপির অস্হায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় এসময় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মরিচ বুনিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বশির সিকদার। উক্ত সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মরিচ বুনিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান মৃধা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পটুয়াখালী সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মামুন মৃধা,বিএনপির মরিচ বুনিয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবুল মৃধা ও ১নং যুগ্ন -সাধারণ সম্পাদক মোঃ মাছুম খান এবং সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির মোল্লা, মরিচবুনিয়া ইউনিয়নের ৯ নংওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ আলতাফ গাজী,মরিচ বুনিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মিঠু মৃধা ও মরিচ বুনিয়া ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক কাজী সুমন প্রমুখ।উক্ত সভায় এসময় বিএনপির মরিচ বুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ নান্নু সিকদার সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ সংগঠনের শত শত নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।