ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুর সাড়াশি অভিযান,গ্রেফতার ১৫
একুশে পরিবহনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া,ঘটনাটি ডাকাতি নয় বলছে পুলিশ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে কৃষক পরিবারকে অবরুদ্ধ করে জমিদখলের চেষ্টা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একদল হামলাকারী কতৃক জমিদখলের পর অবরুদ্ধ করে রাখে এক কৃষক পরিবারকে। এতে দু’ই শিশু শিক্ষার্থী সহ পরিবারের ৩ জন আহত হয়েছে৷ আর বাকী সদস্যরা আহাজারি করছিল বাচঁবার দাগিদে। ঘটনায় দখলদার ও অবরুদ্ধকারীদের হামলায আহতরা হলো. ৮ম শ্রেণির পড়ুয়া ছাত্র আবদুস শুক্কুর,৪র্থ শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া,বাড়ির গৃহিনী হাফেজা খাতুন (৫০)।

ঘটনাটি ঘটে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের উত্তরসালামী পাড়ায় তথা উপজেলা সদরের ৩ নং ওয়ার্ডে। তারা ২৭০ মৌজার ফুট্টাঝিরি সাকিনের।

এদিকে বাড়ির মালিক পঞ্চাশোর্ধ নুর হোসেন জানান, তিনি প্রতিদিনকার ন্যায় নিজ পানের বরজের পান নিয়ে নাইক্ষ্যংছড়ি সদরের বাজারে যান। এ সময় তার বাড়িতে ছিল তার স্ত্রী,ছোট ছেলে,নাতি-নাতনি ও পুত্রবধু । এ সময় ওরা ( হামলাকারীরা) দা,কিরিচ, লাঠি সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা শুরু করে। খবর পেয়ে তিনি বাড়ি না গিয়ে ছুটে যান নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের কাছে।

এমনটি জানিয়ে তিনি আরো জানান, সেখানে কোন প্রতিকার না পেয়ে তিনি অসহায় হয়ে পড়েন। সারাক্ষণ দৌঁড়া-দৌঁড়ি করে প্রতিকার পাওয়া লোকদের কাছে। পায় নি কোন সহায়তা।

এমতাবস্থায় হামলাকারী ওয়াইমং চাক ও ওলামং চাকের নেতৃত্বে ১২/১৪ জনের দেশীয় অস্ত্রধারীরা সোমবার ( ১২ আগষ্ট) সকাল থেকে মহড়া দিতে থেকে তার বাড়ির চতুর্পাশে । বাড়ি থেকে কাউকেও বের হতে দিচ্ছিল না তারা। এক ফাঁকে পরিবারের কয়েকজন সদস্য বাড়ির ফাঁক দিয়ে বের হলে তাদের ধাওয়া করে মারধর শুরু করে। অবশ্য স্থানীয়রা লম্বা দা,কিরিচ ও অন্যান্য দেশীয় অস্ত্রের মূখের তৎক্ষনাৎ কেউ সামনে যায় নি। পুলিশ ও পৌঁছে নি। সুযোগ নিয়ে আরো রূঢ় আচরণ করতে থাকে তারা । খবর পেয়ে সাংবাদিকরা গেলে তাদের সাথেও রূঢ় আচরণ করে সে দলটি । এ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তার বাড়িটি অবরুদ্ধ করে ফেলে এক পর্যায়ে । এক পর্যায়ে পুরো বাড়ি এলাকা ঘিরে ফেলে তারা। বড়বড় বাটাম দিয়ে রাস্তা -ঘাট বন্ধ করে দেয় তারা।
অনন্যোপায় হয়ে তিনি ( নুর হোসেন) স্থানীয় গোয়েন্দা সংস্থার লোকজনকে অবহিত করেন।
তিনি আরো বলেন, তারা কয়েক একর জমি ভিটা-বাড়ি ও বাগান নিয়ে বসবাস করেন যুগ যুগ ধরে সেখানে। এ জমি টিতে লোলুভ দৃষ্টি পড়ে প্রভাবশালীদের। তারা চাক সম্প্রদায়ের কয়েকজন ফুসলিয়ে এ কান্ড ঘটাচ্ছে।

এদিকে নুর হোসেন ও তার স্ত্রী হাফেজা বেগমের দাবী,স্থানীয় এক আওয়ামীলীগ নেতা দাড়িয়ে থেকে হামলাকারী চাক দের উস্কে দিয়ে তামশা দেখছিল সারাক্ষণ।

তারা এখন অসহায়। তারা চরম নিরাপক্তাহীন তায় ভূগছেন। তিনি ও বাড়ির কয়েক পরিবার এ জঘন্যতম ঘটনার সুষ্ট বিচার দাবী জানান।
তাদের ধারণা এ ঘটনায় কোন রাঘব বোয়ালের ইন্দন রয়েছে।

শেয়ার করুনঃ