
যদিও আইসিসির আইনে পরিস্কার বলা আছে,নিজ থেকে পদত্যাগ না করলে পূর্ণাঙ্গ মেয়াদের আগে বিসিবি পরিচালক পর্ষদ ভাঙ্গা যাবে না। তারপরও বিসিবিতে পরিবর্তন,বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন এবং পরিচালক পর্ষদের পদত্যাগের দাবিতে সরব ক্রিকেটাঙ্গন।
শেখ হাসিনা পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তিনি দেশ ছেড়েও গেছেন। তারই মধ্য দিয়ে পতন ঘটেছে আওয়ামী লিগ সরকারের। দেশ পরিচালনার দায়িত্ব পালন করছে অন্তবর্তীকালীন সরকার। খুব স্বাভাবিকভাবেই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে রদবদলের দাবি উঠেছে দেশের ক্রীড়াঙ্গনেও।
টানা ১৫ বছর অবহেলিত,অবমূল্যায়িত ক্রিকেট সংগঠকরা বিসিবিতে পরিবর্তনের দাবিতে সোচ্চার। প্রায় প্রতিদিনই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ও বোর্ড পরিচালকদের পদত্যাগের দাবি উঠছে ক্রিকেট পাড়ায়। সে দাবিতে গরম বাতাস বইছে শেরে বাংলার আশপাশ।
এরই মধে বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের সংগঠন বাংলাদেশ ‘ক্রীড়া উন্নয়ন পরিষদ’রীতিমত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে রেখেছিল তারা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং পরিচালক পর্ষদের অপসারণ চায়।
বোর্ড কর্তাদের গণপদত্যাগের দাবিতে ১৩ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম প্রাঙ্গনে এক প্রতিবাদ ও মানব বন্ধনের ঘোষণাও এসেছিল। সেই পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার সকাল ১১টার পর থেকে বেলা ১টা পর্যন্ত উত্তপ্ত ছিল হোম অফ ক্রিকেট।
৬৪ জেলা ক্রিকেট সমন্বায়ক ও ঢাকা টিম অফিসিয়ালবৃন্দ ও আরও একাধীক সংগঠনের ব্যানারে মঙ্গলবারের এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন,পরিচালক পর্ষদের সদস্যদের পদত্যাগ দাবি করা হয়।
ক্লাব ক্রিকেটে সম্পৃক্ততা থাকলেও গত এক যুগের বেশি সময় ধরে বিসিবিতে অবহেলিত ও অবমূল্যায়িত ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু,দেবব্রত পাল,তারিকুল ইসলাম টিটু,পাপ্পু ও জিয়াউর রহমান তপু ছাড়াও আজ মঙ্গলবারের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহনগর বিএনপির অন্যতম নেতা,বিএনপির মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আমিনুল হক।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ড পরিচালকদের পদত্যাগ চেয়ে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল বলেন, ‘প্রত্যেকটি বিষয়ের একটি সময় রয়েছে,প্রক্রিয়া আছে, আমাদের যে দাবি দাওয়া তারা (উপস্থিত বোর্ড কর্তা) নোট করেছে। আমরা বলেছি বর্তমান যে ক্রিকেট বোর্ড রয়েছে,অনতিবিলম্বে তারা যেন স্বেচ্ছায় পদত্যাগ করে এবং পদত্যাগের মাধ্যমে আমাদের যে উপদেষ্টা মহোদয় আছে তার সাথে বসে নতুন করে দিয়ে আমরা ক্রিকেট বোর্ড চালাতে চাই।’
প্রসঙ্গতঃ বক্তব্য রাখার আগে মিরপুর স্টেডিয়ামে দোতলায় বিসিবি কার্যালয়ে ঢুকে বিসিবির সিইওর সাথে কথা বলেন আমিনুল।
ডিআই/এসকে