
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবীতে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগের ঘটনায় বান্দরবানের আলীকদমে উপজেলা বিএনপির আয়োজনে বিশাল সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট২০২৪ইং) বিকাল ৪ ঘটিকার সময় বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে চৌমুহনী এলাকায় জমায়েত হন পরে সেখানে একসাথে মিলিত হয়ে গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্প্রীতি সমাবেশে অংশ গ্রহণ করেন।
আলীকদম উপজেলা বিএনপি আহব্বায়ক মাশুক আহমেদ এর সভাপতিত্বে ও সিঃ যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভূট্রোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম,বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি লিটন বিশ্বাস,আলীকদম সদর ইউনিয়ন বিএনপি মোঃ আবুল কালাম, নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরিদুল আলম, চৈক্ষ্যং ইউনিয়ন বিএনপি নুরুল ইসলাম মেম্বার, উপজেলা যুবদলের সভাপতি মোঃ ইলিয়াস মিয়া,উপজেলা যুবদলের মোঃ মারুফ উদ্দিন, আলীকদম ছাত্রদলের আহব্বায়ক নুরুচ্ছাফা ভূঁয়াইয়াসহ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ে সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, আলীকদম উপজেলায় সর্বস্থরের মানুষের জান-মাল ও নিরাপত্তা জোরদার,সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির জন্য উপজেলা বিএনপি ও সকল সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দকে আহব্বান জানান।
এই স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখে ছিল। জনগণ তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুন ভাবে গঠন করার এখনই সঠিক সময় বলে জানান।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,জেলা পরিষদ,এলজিডি, জনস্বাস্থ্য প্রকৌশলী,সড়ক ও জনপদ অধিদপ্তর গুলো ব্যাপক অনিয়মে পরিপূর্ণ ছিল। সেগুলো এখন দূর্নীতিমুক্ত করা হবে। তিনি আরও বলেন, বিএনপির পরিচয় দিয়ে কোন নেতাকর্মী যদি ভাংচুর,হামলা,অবৈধ ভাবে দখল করে তাহলে তার বিরুদ্ধে দলীয় ভাবে সাংগঠনিক ব্যবস্হা নেওয়া হবে।