
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় KSS (কলমাকান্দা সামাজিক সংগঠন) এর উদ্যোগে কলমাকান্দার সকল স্বেচ্চাসেবী সামাজিক সংগঠন গুলোর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩)ই আগস্ট দুপুর ১২ টার দিকে কলমাকান্দার উপজেলা হল রুমে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জহিরুল ইসলাম মামুনের আয়োজনে মোজাহিদ বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আসাদ্দুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ লুৎফুল হকসহ বিভিন্ন সংগঠন এর প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।সামাজিক সংগঠন গুলোর মধ্যে উপস্থিত ছিলো কলমাকান্দা সর্ববৃহৎ সামাজিক সংগঠন মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠন, আমতলা ঘাসফুল সংগঠন, ইউটিসিএল স্বেচ্ছাসেবী সংগঠন,বৈষম্য বিরোধী ছাত্র সমাজ (উদয়পুর), মানুষ মানুষের জন্য (কৈলাটি), স্বপ্ন পূরী মানব কল্যাণ সংগঠন(কৈলাটি), টিম অপরাজিতা ও যুব উন্নয়ন ফোরাম,কলমাকান্দা আদর্শ ছাত্রকল্যাণ, স্বপ্নশীড়ি ফাউন্ডেশন,মানবিক নেত্রকোণা সহ আরো বেশ কয়েকটি সংগঠন।
সংগঠনের প্রতিনিধিরা সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনের বিভিন্ন সমস্যা ও গুরুত্ব সবার সামনে তুলে ধরেন এবং তা সমাধানের জন্য সকলের কাছে সহযোগীতা চান।উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, সামাজিক সংগঠন গুলোর অবদান আমাদের দেশে অনেক।আমরা সব সময় সামাজিক সংগঠন এর পাশে আছি।অফিসার ইনচার্জ লুৎফুল হক বলেন, সামাজিক সংগঠনের যেকোনো প্রয়োজনে আমরা তাদের পাশে আছি।