
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির শান্তি ও সম্প্রীতির বিশাল মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপিপৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপি অফিস প্রাঙ্গন থেকে মিছিলটি বের করা হয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়। দীর্ঘ ৭ মিনিটের এ মিছিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও তাঁতী দল সহ অংগসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও সাধারন সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা সবাইকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।