
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত হাতিয়া থানার পুলিশ।১৩ আগষ্ট (রোজ মঙ্গলবার )সাড়ে ৩টার সময় আমার সংবাদ প্রতিনিধির সাক্ষাৎ হয়, এসময় তিনি বলেন, সারাদেশে কর্ম বিরতিতে পুলিশ থাকলেও হাতিয়া থানার পুলিশ কর্ম বিরতিতে যাননি।এসময় তিনি আরও বলেন, বর্তমানে হাতিয়ায় থানা পুলিশ আইনশৃঙ্খলা বজায় রাখতে নৌবাহিনীর সাথে একযোগে কাজ করে যাচ্ছে।উল্লেখ্য যে,শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধিনস্ত কর্মচারী সংগঠন। ইতিমধ্যে বাংলাদেশের বেশিরভাগ থানায় কর্ম বিরতি শেষে পুলিশ কাজে দেয়।