
নড়াইলে ভোরের কাগজের জেলা প্রতিনিধি শুভ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে শুভ সরকারের গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে এ চুরি সংঘটিত হয়েছে। সাংবাদিক শুভ সরকার জানান, বুধবার গভীর রাতে একদল চোর বাড়ির গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। বাড়ির জামা কাপড় মালামালসহ ২ভরী স্বর্ণের গহনা ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে চলে যাওয়ার সময় আমার বড় বৌদির কানের দুল নিতে গেলে আমার মা টের পেয়ে চিৎকার দিলে চোরেরা মালামাল নিয়ে পালিয়ে যায়।
আমি রাত তিনটার দিকে ঘুমাতে যাওয়ার আগে বাড়ির আশপাশ লাইট মেরে দেখে ঘুমিয়ে পড়ি। ঘুমন্ত অবস্থায় মায়ের চিৎকারে ঘুম ভেঙে তাড়াতাড়ি বের হতে গিয়ে দেখি আমার ঘরের দরজা বাইরে থেকে দেয়া পরে আমার দরজা খুলে দেয়ার পর বাইরে গিয়ে দেখি চোরেরা সবকিছু নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।