
আমতলী(বরগুনা)প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খানের বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে ১২ আগষ্ট রাতে
আমতলী থানার সাধারন ডায়েরী করেছেন ইমরান খান। ।গত ০৮/০৮/২০২৪ ইং তারিখ রাতে আমতলী আসন পুর্নবহাল চাই’ ফেসবুক আইডি থেকে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, জমিদখল ও ব্যবসা প্রতিষ্ঠান লুট করার মিথ্যা অভিযোগ এনে পোষ্ট করে এবং অদ্য ০৯/০৮/২০২৪ইং তারিখ রাতে আমতলী আসন পুনর্বহাল চাই’ ফেসবুক আইডি থেকে ইমরান খানের ছবি এডিট করে ও নাম বাবহার করে আমতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মিথ্যা ও ভুয়া চাঁদা আদায়ের রশিদ পোষ্ট করে যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। উক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহন ও ভবিষ্যতের জন্য তিনি ডায়েরীভুক্ত আবেদন করেন। আমতলী থানার সাধারন ডায়েরী নং ৩৪৮ তারিখ ১২ আগষ্ট।উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো,ইমরান খান বলেন একটি ষড়যন্ত্রকারীকারী মহল আমার ও আমার রাজনৈতিক দলের সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ফেসবুকের ফ্যাক আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে এ জন্য আমি আইন প্রয়োগকারী সংস্থার শরনাপন্ন হয়েছি। গত দুদিন আগে
আমতলীতে কালী মন্দিরের জমি দখল করতে যায় একটি কুচক্রিমহল আমি ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়াই এবং কালি মন্দিরের জমি রক্ষা করি ।তারপর ও ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এ ব্যাপারে আইন প্রয়োগ কারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করছি।