
দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে টানা ১৫ বছরের অধিক ক্ষমতায় থাকার সরকারের পদত্যাগের মাধ্যমে দেশ ছেড়ে পালানোর পর থেকে দেশে ভিবিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে দূবৃত্তরা থানা ও পুলিশের উপর হামলা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ভাংচুর অগ্নিসংযোগ করে। এদিকে পুলিশ কর্মবিরতি পালন করায় কোন থানার জনগন পুলিশের সেবা পায়নি।ফলে রাষ্ট্র ও সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
অবশেষে নতুন অন্তবর্তীকালীন সরকার গঠনের পঞ্চম কার্য দিবসে দেশের পূর্বঞ্চল চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম, সিলেট ও ঢাকা সিলেট অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ দ্বার বলে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী ও বিশ্বরোট মোড় প্রান্তসহ জেলা শহরের বিভিন্ন স্থানে আগের মতই ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে।
সরেজমিনে গত কয়েক দিন দেখা গেছে সড়কের বিভিন্ন পয়েন্টে সাধারণ ছাত্র-ছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তবে সোমবার সকল থেকেই শিক্ষার্থীদের পরিবর্তে দেখা যায় ট্রাফিক পুলিশের সদস্যরা আগের মতই রাস্তায় যানজট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু আগের থেকে আচার-আচরণ ব্যবহার অনেকটাই ভালো হাসিমুখে দায়িত্ব পালন করছে।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত টিআই আমিনুল ইসলাম বলেন মাওয়া ট্রাফিক পুলিশের সকল সদস্য ইতিমধ্যেই কাজে যোগদান করেছে এবং তারা নির্ধারিত পয়েন্টে যার যার দায়িত্ব পালন করছেন।