
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের নির্দেশে ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশ কর্মস্থলে ফিরেছেন। ময়মনসিংহের জেলা পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা পিপিএম বিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়ার সার্বিক নির্দেশনা মোতাবেক নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদের নেতৃত্বে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে থানা পুলিশের সকল স্টাফদেরকে নিয়ে পুলিশি কার্যক্রম শুরু করেন। বেশ কিছুদিন কর্মবিরতির পর সকল কিছুকে পিছনে ফেলে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে জনগণের পাশে থাকার অঙ্গিকার নিয়ে পুলিশি কার্যক্রম শুরু করায় নান্দাইলের ছাত্র-সমাজ তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানায়। পাশাপাশি নান্দাইল মডেল থানা পুলিশের পক্ষ থেকেও ছাত্রদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ বলেন, আমাদের দাবী মেনে নেওয়ার আশ^াসে আমরা কর্মস্থলে ফিরেছি। আমরা স্বাধীনভাবে জনগণের কল্যাণে কাজ করতে চাই। তাই নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে ছাত্র-সমাজ সহ সকলের সহযোগিতা কামনা করছি। এসময় নান্দাইল মডেল থানার সকল পুলিশ সহ নান্দাইলের ছাত্র-সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।