সিরাজগঞ্জের তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ও তদন্ত ওসি নূরে আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করে বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ থানা পুলিশকে সহায়তা করবে।এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ এনামুল হাসান ইমরান,উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওঃ আবুল কাশেম,সাধারণ সম্পাদক মাওঃ আবু ওবায়দা,সদস্য লাবু মন্ডল,উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি এইচ এম মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ রহমাতুল বারী,যুগ্ম সম্পাদক হাফেজ মাওঃ জাকারিয়া হুসাইন,উপজেলা ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ আবু রায়হান প্রমূখ।