
তাড়াশে নির্বাহী অফিসারের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ এনামুল হাসান ইমরান এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা ও আর্মি অফিসার জিয়াউল হক জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। গত পরশু রবিবার দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি তাড়াশ উপজেলা শাখার সদর মাওলানা আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাওঃ আবু ওবায়দা,অর্থ সম্পাদক হামিদুল ইসলাম,সদস্য লাবু মন্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশ বারুহাস ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা সভাপতি এইচ এম মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ রহমাতুল বারী,যুগ্ম সম্পাদক হাফেজ মাওঃ জাকারিয়া হুসাইন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাফেজ আবু রায়হান প্রমূখ।
সৌজন্য সাক্ষাৎকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিনিধিদল চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল ইউএনও মহোদয়কে উপজেলাকে নতুন করে ঢেলে সাজাতে সার্বিক সহযোগিতা করার এবং সংখ্যালঘুসহ সকলের জান-মালের নিরাপত্তায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এসময় নির্বাহী অফিসার বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে তুলতে ও বিশৃঙ্খলা দূর করতে সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।তিনি আরো বলেন, এখন ভেদাভেদ ভুলে আগে দেশকে পূণঃগঠন করতে হবে তারপর নির্বাচনের পরিবেশ তৈরি হলে সকলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে।