
দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করা সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা ছাত্র- জনতার গণ অভ্যুত্থান পরবর্তী শান্তি- শৃঙ্খলা ও সংহতি প্রতিষ্ঠায় সম্প্রীতি সমাবেশ পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে।জানা গেছে, ১২ আগষ্ট সোমবার বিকালে গন অধিকার পরিষদ,
পটুয়াখালী জেলা শাখার আয়োজনে পটুয়াখালী শহীদ মিনার সংলগ্ন ঝাউতলা চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গন অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য ও অর্থ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ফাহিম,গন অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা আক্তার,
গন অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, ও প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, যুব অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সুমন ও ক্রীড়া সম্পাদক মোঃ কামাল হোসেন, যুব অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং ছাত্র অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা কমিটির সাবেক প্রতিষ্ঠিতা সভাপতি মহাসীন ইসলাম।এ সমাবেশে সভাপতিত্ব করেন গন অধিকার পরিষদ,
পটুয়াখালী জেলা কমিটির আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু।
এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পূর্বে গন অধিকার পরিষদ,পটুয়াখালী জেলা কমিটির আয়োজনে পটুয়াখালী সেতু ( ব্রীজ) এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে এ শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে শহীদ মিনার সংলগ্ন ঝাউতলা চত্ত্বরে এসে শেষ হয়।উক্ত মিছিল ও সম্প্রীতি সমাবেশে এসময় গণ অধিকার পরিষদ,
পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব মোঃ শাহ আলম সিকদার,গন অধিকার পরিষদ,কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক মোসাঃ হেলেনা আক্তার, গন অধিকার পরিষদ,পটুয়াখালী সদর উপজেলা কমিটির সদস্য সচিব আবদুল কাউয়ুম ও ছাত্র অধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সহ-সভাপতি ওমর ফারুক সহ গন অধিকার পরিষদ, কেন্দ্রীয় ও পটুয়াখালী জেলা কমিটি এবং এর অঙ্গ সংগঠনের নানা স্তরের শত শত নেতা- কর্মী উপস্থিত ছিলেন।