ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

নকলায় সাংবাদিকদের সাথে সেনা কর্মকর্তাদের মতবিনিময় সভা

শেরপুরের নকলায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নকলা ও নালিতাবাড়ী উপজেলার দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাগন। সোমবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার শুরুতে পরিচয় পর্ব শেষে সাংবাদিকদের কাছে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে তথ্য ও মতামত জেনেনেন ৩ সিগন্যাল ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শহিদুল ইসলাম, পিএসসি। পরে সাংবাদিকরা উপজেলার সার্বিক চিত্র তুলে ধরেন।

লেঃ কর্নেল মোঃ শহিদুল ইসলাম, পিএসসি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বলেও তিনি জানান। তবে যেকেউ ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে তা নিয়ে বিচলিত নাহয়ে বরং সঠিকটা তুলে ধরতে বলেন তিনি। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও জাতির কল্যাণে জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে। দেশটা আপনার আমার সবার। সুতরাং দেশের উন্নয় ও শান্তি বজায় রাখার দায়িত্বটাও আপনার আমার সবারই। সবশেষে নকলা ও নালিতাবাড়ীর জনগণের ভূয়সী প্রসংশা করে তিনি বলেন, এই এলাকাটি আমার জন্য নতুন হলেও, অল্প সময়ের মধ্যে বুঝতে পেরেছি এখানকার জনগন খুব শান্তি প্রিয়। তবুও উপজেলায় অধিককতর শান্তি শৃঙ্খলা বজায়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। তাছাড়া আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন যেকোন উদ্বুদ্ধ পরিবেশের সৃষ্টি হলে তাৎক্ষণিক সেনাবাহিনীকে অবগত করার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এই সেনা কর্মকর্তা।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদির মিয়া, কোম্পানী অধিনায়ক মেজর ইসমত শাহরিয়ার রাকিব, ক্যাপ্টেন মোঃ আহসান, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, দপ্তর সম্পাদক সেলিম রেজা ও সদস্য রেজাউল হাসান সাফিত; উপজেলা টিভি ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও সহ-সভাপতি শফিউল আলম লাভলু; নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ নূর হোসেন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী রাজন ও সহ-সভাপতি নাহিদুল ইসলাম রিজনসহ অনেকে উপস্থিত ছিলেন

শেয়ার করুনঃ