
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হলেন মিরসরাইয়ের সন্তান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোমিনটোলা গ্রামের ফজলুল করিম ইঞ্জিনিয়ার বাড়ির ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুল করিমের ৫ম সন্তান।
রোববার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন এনডিসি, পিএসসিকে নতুন কারা মহাপরিদর্শক হিসেবে কারা অধিদপ্তরে নিয়োগের জন্য প্রদান করা হয়েছে।
অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে কারা অধিদপ্তর থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন পূর্বক সংযুক্তিতে যোগদান করতে আদেশ দেওয়া হয়েছে।