বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদীদল ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে নব্বইরশি বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন এলাকায় নেতা কর্মীদের উদ্দেশ্যে বাগেরহাট জেলা বিএনপি মোরেলগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়।
সোমবার ১২ আগস্ট সকালে দৈবজ্ঞহাটি,,হাসেমখারহাট,আমতলা,কালিকা বাডি,ছোলোমবাড়িয়া বাস স্ট্যান্ডে পথসভা শেষ করে মোরেলগঞ্জ সদরে বিকেল ৩টায় স্থানীয় নব্বই রাশি বাসস্ট্যান্ডে পৌর বিএনপির আহবায়ক সিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে ছাত্রনেতা রাসেল ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি সদস্য সচিব মোজাফফর হোসেন,জেলা যুগ্ন আহবায় কামরুল ইসলাম গোরা।এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ ও জনগণের জানমাল রক্ষা করার নির্দেশনা বার্তা নেতা কর্মীদের মাঝে তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন,বাগেরহাট জেলা বিএনপির প্রভাবশালী নেতা কাজী খাইরুজ্জামান শিপন,উপজেলা বিএনপি সভাপতি শহিদুল হক বাবুল,বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার,ফারুক হোসেন সামাদ, আফজাল জোমাদ্দার খ,ম,,বদিউজ্জামান বদি, মতিউর রহমান বাচ্চু, এফ এম শামীম হাসান আমির আলী তালুকদার,সমর মন্ডল,যুবনেতা আসাদুজ্জামান মিলন,আব্বাস মুন্সী প্রমূখ।