
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে জমি দখলকে কেন্দ্র করে থানায় দু-পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দায়ের। এলাকায় চরম উত্তেজনা। ঘটনাটি ঘটেছে উপজেলার আরজি অনন্তপুর গ্রামে সরকারের পরিবর্তনের সুযোগে গত ১০ ও ১১ আগষ্ট তারিখে।সরেজমিনে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্য মল্লিক হোসেনের পুত্র আমির হামজা, নবিরুল ও তার পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, আরজি অনন্তপুর মৌজার আরএস ২২৭ খতিয়ানের ১১ শতক জমি গত ২০১৭ সালের ১৩ ডিসেম্বর মালিদহ গ্রামের মৃত আকবর আলী আকন্দের স্ত্রী আফরুজা বেগমের নিকট থেকে ৬৩৮৭ নং দলিলমূলে ক্রয় করে। এই জমি ভোগদখল করা অবস্থায় প্রতিবেশী আরজি অনন্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার পুত্র গোলাম কিবরিয়া জয়পুরহাট সিনিয়র জজ আদালতে ৪০/২০১৮ (অগ্রক্রয়) একটি পেনশান মামলা করে। অনুসন্ধান দৃষ্টিতে দেখা গেছে, বাদীপক্ষ এই জমির আরএস খতিয়ানে কোন ওয়ারিশ ও অগ্রক্রয়ের বিষয় নেই। তারপরেও মামলার পর থেকে বিভিন্নভাবে জমিটি তাদের দখলে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার উৎশৃঙ্খল আচরণ করে আসছে।
গত ১০ আগষ্ট সরকার পরিবর্তনের এই স্পর্শকাতর সময়ে বাদীপক্ষ আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে বহিরাগত লোকজন নিয়ে বিবাদমান এই সম্পত্তিতে ভাংচুর ও ভিক্ষু দিয়ে জোরপূর্বক খনন কাজ করে দখলে নেওয়ার চেষ্টা করে এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের মামলা-মোকদ্দমা চাপিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এ বিষয়ে প্রতিপক্ষ গোলাম কিবরিয়া ও তার পরিবারের সদস্যরা জানান, বিবাদমান এই সম্পত্তিতে বিবাদীরাই প্রথম নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক প্রবেশ করার চেষ্টা করে। আমরা শুধু তাদের প্রতিহত করেছি। উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে।বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।