
নড়াইলে পুলিশ সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্বে ফিরেছেন। সোমবার (১২আগষ্ট) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের রুপগঞ্জ, পুরাতন বাস টার্মিনাল, হাতিরবাগান বাসস্টান্ডসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিকিং ব্যবস্থা চালুর মধ্যে দিয়ে দায়িত্ব পালন শুরু করেন পুলিশ সদস্যরা। দায়িত্বে ফেরা উপলক্ষ্যে পুলিশ সদস্যরা পুলিশ লাইন্স থেকে পুলিশ সুপার কার্যালয়ে যান। জেলা পুলিশ সুপার মুহাঃ মেহেদী হাসান উপস্থিত সকল পুলিশ সদস্য’র উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, বিভিন্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আদালতের দায়িত্বে নিয়োজিত কোর্ট পরিদর্শকসহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা সোমবার থেকে কাজে ফিরেছেন।