
বরগুনার আমতলীতে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপকুলীয় সবুজ বেষ্টনি প্রকল্পের অর্থায়নে খেকুয়ানী বাজার হইতে সাবেক চেয়ারম্যানের বাড়ী হইয়া দফাদারের হাট পর্যন্ত ৪ কিঃমিটার সিডলিং সংযোগ সড়ক বাগানের ৫৪ জন উপকারভোগীর মাঝে চেক বিতরন অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মো. আশ্রাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন,সহকারী বনরক্ষক মো. তরিকুল ইসলাম, বক্তব্য রাখেন বনবিভাগের আমতলীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ. উপকারভোগী মো, মাকসুদুর রহমান তালুকদার, সাংবাদিক মো. জাকির হোসেন, মো. আবু সাইদ খোকন প্রমুখ। ৫৪ জন উপকারভোগি প্রত্যেককে ২৩ হাজার ৪৯৩ টাকার চেক প্রদান করা হয়।