
চাকরি স্থায়ীকরণের দাবী বাস্তবায়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনকারী আনসার সদস্যরা।
রবিবার (১১ আগস্ট) রাতে আনসার বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো.রুবেল হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন,আন্দোলনকারী আনসার সদস্যরা তাদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছে।
আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহস্রাধিক স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্য রবিবার সুপ্রিম কোর্টের সামনে জমায়েত হয়ে আমাদের চাকুরি জাতীয়করণসহ অন্যান্য দাবি পেশ করি।
এ প্রেক্ষিতে বাহিনীর মহাপরিচালক মহোদয়সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাদের দাবি পূরেণে আশ্বাস প্রদান করেন।
এ প্রেক্ষিতে আমাদের প্রতিনিধিস্বরূপ ১৯ সদস্যের একটি সমন্বয়ক দল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে গিয়ে দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি পেশ করি। উক্ত স্মারকলিপিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সমীপে প্রেরণ করা হবে মর্মে সদর দপ্তর কর্তৃক প্রতিনিধিদলকে আশ্বস্ত করা হয়। আনসার সদস্যদের দাবিসমূহ বাস্তবায়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক সর্বোচ্চ আন্তরিকতা ও সহমর্মিতা পোষণ করায় আমরা আমাদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করছি। প্রয়োজনে যে কোনো বিষয়ে জানতে সমন্বয়কদের সহিত যোগাযোগের জন্য অনুরোধ করছি।
ডিআই/এসকে