ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

দাবি ও স্মারকলিপি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে চাকরিচ্যুতরা

বিগত সরকা‌রের আম‌লে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন লিখিত দাবি ও স্মারকলিপি নিয়ে উপস্থিত হয়েছেন পুলিশ হেডকোয়ার্টারে। নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বরাবর তাদের দাবি পেশ করবেন বলে জানান তারা।

রোববার (১১ আগস্ট) বেলা ১টা নাগাদ চাকরিচ্যুতরা রাজধানীর ফুলবাড়ীয়া পুলিশ হেডকোয়ার্টার এর সামনে এসে হাজির হন।

এ সময় চাকরিচ্যুত এএসআই তৌহিদ বলেন,গতকাল আমরা বিগত সরকা‌রের আম‌লে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা দাবি আদায়ে একটি মানববন্ধন আয়োজন করেছিলাম। তখন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে দেখা করে লিখিত দাবি ও স্মারকলিপি প্রদান করতে বলেছিলেন। আমরা আজ আামাদের লিখিত দাবি ও স্মারকলিপি নিয়ে এসেছি। একটুু পর সেগুলো আইজিপি বরাবর জমা দিবো।

এর আগে গতকাল শনিবার (১০ আগস্ট) বিগত সরকারের আম‌লে বিভিন্ন কারণে চাকরিচ্যুতদের, চাকরিতে পুনর্বহালের দাবিতে এক মানববন্ধনের ডাক দেন চাকরিচ্যুতরা। দুপুর ১টার পর মানববন্ধন কর্মসূচি শুরু হলে তাদেরকে ডাকদেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর আন্দোলনরতদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ হেডকোয়ার্টারে প্রবেশ করেন এবং মানববন্ধন সাময়িক স্থগিত করা হয়। পরে পুলিশ সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তারদের সঙ্গে আলোচনা শেষে এসব কথা বলেন তারা।

চাকরিচ্যুত এএসআই তৌহিদ বলেন,আমরা ভেতরে গিয়েছিলাম। আইজিপি স্যার না থাকায় আমাদের সাথে দেখা হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের দেখা ও কথা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন। বলেছেন,আমরা যারা লিগ্যালওয়েতে আছি ও বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত হয়েছি আমাদের সকল দাবি মেনে নিবেন বলে আশ্বস্ত করেছেন। আমাদের দাবি উপস্থাপন করতে বলেছেন। আগামীকাল আমাদের সব ধরনের কাগজপত্র নিয়ে আসতে বলেছেন। আমরা কালকে স্মারকলিপি দিবো এবং চাকরি হারানো সদস্যদের তালিকা জমা দিবো।

দাবি না মেনে নিলে আপনারা কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,স্যারেরা যদি আমাদের আশ্বাস দেন এবং যৌক্তিক দাবি মেনে নেন তাহলে আমরা আর কোন আন্দোলনে যাবো না। আর দাবি না মানলে আমরা কঠিন থেকে কঠিনতম কর্মসূচি ঘোষণা করবো।

এর আগে মানববন্ধন শুরু হলে তৌহিদ বলেন,বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে নানান ভাবে আমাদের হয়রানি করে চাকরিচ্যুত করা হয়েছে। কেউ ফেসবুক কোন পোষ্ট দেয়ার কারণে চাকরিচ্যুত হয়েছে। কেউবা আবার কোন পোস্টে কমেন্ট করে চাকরিচ্যুত হয়েছে। কারণ ছাড়াও বিভিন্ন জনকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেক সসদস্যদের নামে মাদক সেবনের অভিযোগ তুলে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমরা এই বৈষম্য চাই না। আমরা চাই জনগণের পুলিশ হয়ে কাজ করতে। আমরা জনগণের পুলিশ হয়ে কাজ করছিলাম বলেই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে।

তিনি বলেন,আমরা বৈষম্য চাই না। আমরা চাই আমাদের চাকরি ফিরিয়ে দেয়া হোক। আমরা আমাদের পোশাক ফেরত চাই। তা না হলে আমরা কঠোর আন্দোলনে নামবো। হয় আমাদের পোশাক ফিরিয়ে দিতে হবে না হলে বিষ কিনে দিতে হবে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ