
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিআরটিসি বাসের নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীর মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ি এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।
এতে সলিম উদ্দিন চৌধুরী ডিগ্রী কলেজ, কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়, হাজী রফিজ উদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয়, আশরাফ জুট মিল উচ্চ বিদ্যালয়, এইচ আর মডেল হাই স্কুল, হারেজ সিটি কলেজ সহ আশপাশের অন্তত ১০টি স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এসময় বক্তারা বলেন, গাউসিয়া থেকে কুড়িল পর্যন্ত সড়কে বিআরটিসি বাস ছাড়া কোন গণপরিবহন না থাকায় নৈরাজ্য চালাচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাই।
অতিরিক্ত ভাড়া নির্ধারণ, অতিরিক্ত যাত্রী পরিবহণ, ফিটনেস বিহীন গাড়ী চলাচল, যাত্রীদের সাথে অসদ আচরণ করা, শিক্ষার্থীদের জন্যও পূর্ণ ভাড়া, পর্যাপ্ত গাড়ি না দেয়া সহ নানা ধরনের হয়রানি করা হতো। এগুলো অরাজকতা বন্ধ করতে হবে।
এ বিষয়ে বিআরটিসি বাসের গাজীপুর ডিপোর ম্যানেজার রাকিব হাসান জানান, শিক্ষার্থীদের সাথে কথা বলে গাড়ি চালানো হবে।