
দেশের বিভিন্ন স্থানে মন্দির ও সনাতন ধর্মালম্বীদের বাড়িতে হামলা, ভাঙচুর, নির্যাতন ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এবং সনাতন ধর্মালম্বীদের সুরক্ষার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিক্ষোভ মিছিল এবং স্মারক লিপি প্রদান করা হয়েছে।
১১ আগষ্ট রবিবার বেলা ১২ টায় পটুয়াখালী শহীদ মিনার সংলগ্ন ঝাউতলা চত্ত্বরে সাধারণ সনাতনী নাগরিক ও ছাত্রজনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পুজা উদযাপন পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজল বরন দাস ও বর্তমান সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সঞ্জয় কুমার শীল এবং সনাতনী নাগরিক ও ছাত্রজনতার মধ্যে থেকে তপন চক্রবর্তী, প্রিয়াঙ্কা দাস,লিটন সমদ্দার,সজীব দাস রনি দেবনাথ প্রমুখ।
একই সময় এ মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাগর চৌধুরী।পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এরপর সনাতনী আন্দোলনের প্যাডে ৮ দফা দাবীতে স্মারক লিপি প্রদান করা হয় পটুয়াখালী জেলা প্রশাসকের হাতে।
এ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান কালে শত শত সনাতনী নাগরিক ও ছাত্রজনতা উপস্থিত ছিলেন।