বৃষ্টি উপেক্ষা করে পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী কলেজ সংস্কার আন্দোলন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ আগষ্ট রবিবার সকাল সাড়ে ১০ টায় এ কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী, পটুয়াখালী সরকারি কলেজ এর আয়োজনে ৭ দফা দাবীতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্রদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আতিক, সজিবুল ইসলাম, শাহরিয়ার সাকিব, মারিয়া আক্তার, সায়েম ইসলাম ও মোঃ নাইম খান। পরে একই দাবীতে পটুয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পটুয়াখালী সরকারি কলেজ এর বিভিন্ন বিভাগের শত শত ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।