
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন’কে ঘিরে পঞ্চগড় জেলা আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সংগঠনকে সক্রিয় করতে জেলার সর্বত্রই ছুটছেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট।
আওয়ামীলীগের যে সকল অঙ্গ সংগঠনের কমিটি গঠন বাকী রয়েছে সেগুলো গুরুত্ব সহকারে দেখে দ্রুত পর্যায়ক্রমে কমিটি গঠনের কাজ করছেন তিনি । ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রতিটি অঙ্গ সংগঠনের কমিটি গঠনের কাজ করছেন নিজে উপস্থিত থেকে। সংশ্লিষ্টরা জানান, আনোয়ার সাদাত সম্রাট দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করছেন।
তিনি একজন সফল রাজনীতিবিদ ও রাজপথের লড়াকুসৈনিক। তিনি মাঠ পর্যায়ে তৃনমূল থেকে সর্বত্রই ছুটছেন । সর্বত্রই কাজ করছেন। সরকারের উন্নয়নের চিত্র, সর্বত্র জানান দেওয়ার পাশাপাশি দলের সকল নেতা কর্মীদের একত্রিত করার কাজ করছেন তিনি। দলের অনেককেই বিশেষ কোন দিনে মাঠ পর্যায়ে দেখা গেলেও তিনি সবসময় মাঠেই রাজনীতি করেন।
বিরোধী দলের হরতাল/অবরোধ অথবা যে কোন অপৃতিকর ঘটনা এড়াতে দলের অন্যান্য নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি নিজেই মাঠে অবস্থান নেন। জানা গেছে তৃণমূলের নেতা কর্মীদের সবার সাথে সুসম্পর্ক থাকায় আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট মানেই ব্যতিক্রম কিছু। যেখানে অনেকেই গ্রুপিং করতে ব্যস্ত সেখানে আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট দলকে সুসংগঠিত করতে ব্যস্ত।
এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট বলেন, আমার দ্বায়িত্ব দলকে সুসংগঠিত করা।
দলের প্রতিটি অঙ্গ সংগঠনকে সক্রিয় করা, সরকারের উন্নয়নের চিত্র সকলের সামনে তুলে ধরে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যার হাতকে আরো শক্তিশালী করা। দল কাকে মনোনয়ন দিবে আমি জানিনা। আমার দ্বায়িত্ব আমি পালন করছি।
যে কোন পরিস্থিতি মোকাবিলা করতে আমি সবসময় প্রস্তুত। এবারেও নৌকা’র বিজয় নিশ্চিত করে তবেই ঘরে ফিরবো ইনশাল্লাহ্ ।