
গাইবান্ধার সুন্দরগঞ্জে ছাত্র জনতা ও পেশাজীবীদের উদ্যোগে শান্তি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কঞ্চিবাড়ি ইউনিয়নের ট্রাস্ট অফিসে রবিউল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কঞ্চিবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কঞ্চিবাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আলম বি এস সি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলার নায়েবে আমীর, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যাপক মাজেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা আমীর মোঃ শহিদুল ইসলাম মঞ্জু,
সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান,পেশাজীবী সংগঠন উপজেলার সভাপতি সাজ্জাদ হোসাইন আমুষ, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক বদরুল আমিন, যুব বিভাগের উপজেলা সভাপতি জনাব ইব্রাহীম আলী সরকার, পেশাজীবী পরিষদের কঞ্চিবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি জনাব জাহেদুল ইসলাম, ছাত্র শিবির সুন্দরগঞ্জ পূর্ব শাখার সভাপতি আবু রায়হান প্রমুখ।
অনুষ্ঠান শেষে সুন্দরগঞ্জের পূর্ব থানার সাবেক আমীর আইয়ুব আলীর পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে কঞ্চিবাড়ি ইউনিয়নের প্রধান সড়কে একটি শান্তি মিছিল বের হয়ে ধুবনী বাইপাস মোড়ে এসে মিছিলটি শেষ হয়।