ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

কলাপাড়ায় বাজার মনিটরিং ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বাজার মনিটরিং এবং ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।শনিবার বেলা ১১ টায় সকাল পৌর শহরের কাঁচাবাজার ও মাছ বাজারে মনিটরিংয়ের করেন শিক্ষার্থীদের। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম, পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেহানসহ বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও শহরের সকল গুরুত্বপূর্ণ রাস্তা এবং মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা।শিক্ষার্থীরা পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ও শহর পরিষ্কার পরিচ্ছন্ন করতে সকাল থেকে নেমে পরেছেন। এ ছাড়াও প্রতিটি দোকানে মূল্যতালিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। যেসব দোকানে কোনো মূল্য তালিকা টানানো নেই সেসব দোকানিকে সতর্ক করছেন তারা।শিক্ষার্থীরা জানান, আমরা ভোক্তাদের কথা শুনছি। তারা জানিয়েছেন, আগের চেয়ে কম দামে পণ্য বিক্রি হচ্ছে। বাজারগুলোতে সিন্ডিকেট এবং চাঁদার সংস্কৃতি না থাকায় কম দামে পণ্য বিক্রি করতে পারছেন বিক্রেতারা।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কলাপাড়া উপজেলা শাখার সমন্বয়ক সাইফ আল রেদওয়ান বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে। এই রাষ্ট্রের প্রতিটি স্তর সমস্যায় জর্জরিত। রাষ্ট্রের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের এ সকল কার্যক্রম চালিয়ে যাব। এর অংশ হিসেবে আজ বাজার মনিটরিং , পরিষ্কার পরিচ্ছন্নতা,রাস্তার দু’পাশের দখল অপসারণ, ট্রাফিক ব্যবস্থার কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে পড়তে না হয়।
শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বাজারে আসা শিক্ষক জহিরুল ইসলাম সহ বেশ কয়েকজন ক্রেতা জানান, শিক্ষার্থীদের এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে। প্রশাসনের নিস্ক্রিয়তার সুযোগে ব্যবসায়ীরা অসদুপায় অবলম্বন করতে চাইত। কিন্তু শিক্ষার্থীদের মনিটরিংয়ের ফলে চাইলেও তারা সেটা করতে পারছেন না। শিক্ষার্থীদের অনেক ধন্যবাদ।শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, দেড়শ জনের উপরে বেশি শিক্ষার্থী পৌরশহরের বিভিন্ন জায়গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। আমাদের এই ধরনের উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে।
শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, রাষ্ট্রসংস্কার কাজের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে কলাপাড়া পৌর শহরে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করা হয়েছে। আমরা আশা করি সকল ছাত্র এবং সচেতন নাগরিক আমাদের কাজের সাথে আগামীতে যুক্ত হবে।
বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো.শাওরান বলেন,সকাল থেকে ৭০জন শিক্ষার্থী উপজেলা প্রশাসন, সাংবাদিক এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এ কার্যক্রম শুরু হয়েছে। বাজার মনিটরিং, ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা অভিযান সহ সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছি। তিনি আরও বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নাগরিক ঐক্য কলাপাড়ার আহবায়ক কমরেড নাসির তালুকদার বলেন, এটা ইতিবাচক, এটা আমাদের জন্য শিক্ষা। তরুণদের ধন্যবাদ, এটা যেন বহাল থাকে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, নতুন করে দেশ সাজানোর কারিগর শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। শিক্ষার্থীদের এই মনিটরিং,পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ট্রাফিক ব্যবস্থা এর কাজে আমরা সহযোগিতা করছি। আমাদের উপজেলা প্রশাসনের সকল কাজেও শিক্ষার্থীরা সহযোগিতা করবে।

শেয়ার করুনঃ